এখন NID নম্বর পাবেন স্বয়ংক্রিয়ভাবে

 ভূমিকা

সম্প্রতি নির্বাচন কমিশন NID সিস্টেমে একটি স্মার্ট পদ্ধতি যুক্ত করেছে। এতে করে এখন থেকে যারা নতুন ভোটার হবেন বা এনআইডির জন্য  নিবন্ধনের সময় তাদের প্রদত্ত মোবাইল নম্বরে একটি স্বয়ংক্রিয় ক্ষুদে বার্তার মাধ্যমে এনআইডি নম্বর পেয়ে যাবেন। এজন্য আর নির্বাচন অফিসে যোগাযোগ করতে বা অপেক্ষা করতে হবে না কার্ড হাতে পাওয়ার। এমনকি এনআইডি নম্বরের জন্য নির্বাচন কমিশনের কল সেন্টার বা হটলাইন নম্বর ১০৫ নম্বরে মেসেজ সেন্ড করে অপেক্ষা করতে হবে না। এতদিন এটি জানতে নিবন্ধিতদের কল সেন্টার বা অফিসে যোগাযোগ করতে হতো। সনাতন পদ্ধতিতে এনআইডি নম্বর পাওয়ার সিস্টেম ছিল অনেক ঝামেলার একটি বিষয়। এই সিস্টেম চালুর ফলে নিবন্ধিত ব্যক্তিদের বায়োমেট্রিক যাচাই সম্পন্ন হওয়ার পর যদি তিনি ডুপ্লিকেট না হয়ে থাকেন তাহলে তার প্রদত্ত মোবাইল নম্বরে একটি স্বয়ংক্রিয় মেসেজ চলে যাবে।


পদ্ধতি

এনআইডি সিস্টেম হতে একটি টেক্সট মেসেজে তাকে স্বাগত জানিয়ে তার নামসহ এনআইডি নম্বরটি প্রেরণ করা হবে। এছাড়া তার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য অনুরোধ করে একটি লিংক প্রেরণ করা হবে। এনআইডি অনলাইন পোর্টালের ঐ লিংকে ক্লিক করেই আবেদনকারী এনআইডি পোর্টালের ইউজার রেজিস্ট্রেশন অপশনে চলে যেতে পারবেন। অতপর উক্ত এনআইডি নম্বর ও তার জন্ম তারিখ ও অথেনটিকেশনের জন্য প্রয়োজনীয় কয়েকটি তথ্য (স্থায়ী ও বর্তমান ঠিকানা সংক্রান্ত) প্রদান করে নিবন্ধন করতে পারবেন।


নিবন্ধনের পর এনআইডি পোর্টালে লগইন করে তিনি তার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন অথবা নির্বাচন কমিশন হতে প্রিন্ট কপি নিতে পারবেন । তবে ডাউনলোড বা প্রিন্ট যেটাই করেন তা একবারই করা যাবে এবং প্রথম যেটি করেন সেটির পর অন্য অপশন ডিজ্যাবল হয়ে যাবে। যদি কেউ তার ইউজার হতে ডাউনলোড করেন তবে তার পিডিএফ কপিটি প্রিন্ট করার জন্য সেভ করতে পারবেন। সেভ করা পিডিএফ কপিটি হতে প্রয়োজনে পরবর্তীতে পুনঃ প্রিন্ট করতে পারবেন।


শেষকথা

তবে অফিস হতে প্রিন্ট করালে তা তার কোন পিডিএফ কপি হবে না। এক্ষেত্রে পরবর্তীতে ডুপ্লিকেট কপির জন্য সরকারী ফি দিয়ে আবেদন করার প্রয়োজন হবে। এনআইডি সিস্টেম সবসময়ই আপডেট হয়ে সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। এই ব্যবস্থা চালুর ফলে এনআইডি নিবন্ধন সিস্টেম এখন এগিয়ে গেল আরো অনেকদূর এবং হলো আরো ব্যবহারকারী বান্ধব ও হেসেল ফ্রি।


নতুন National ID Card - জাতীয় পরিচয়পত্র online apply A To Z | P Khan Tech Info


No comments:

Post a Comment

Thnaks For Comment