অনলাইনে কিভাবে নামজারি করবেন || নামজারি বা খারিজ করতে কত টাকা লাগে ?

 

এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে নামজারি করবেন। বর্তমানে ই-নামজারি চালু হয়েছে। কিভাবে ই-নামজারি করবেন নামজারী বলতে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে বোঝায়। অর্থাৎ কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরোনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোকে মিউটেশন বা নামজারি বা খারিজ বলে. নামজারি আবেদনের অয়েবসাইট: https://land.gov.bd ভুমি বিষয়ক তথ্য ============= “নামজারি” ভূমি ব্যবস্থাপনায় মিউটেশন বা নামজারী একটি অতীব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জমি ক্রয় বা অন্য কোন উপায়ে জমির মালিক হয়ে থাকলে হাল নাগাদ রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে মিউটেশন একটি অপরিহার্য নাম। ইংরেজী মিউটেশন (Mutation) শব্দের বাংলা অর্থ হলো পরিবর্তন। আইনের ভাষায় এই মিউটেশন শব্দটির অর্থই হলো নামজারী বা খারিজ “খতিয়ান” কাকে বলে ? ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “খতিয়ান” বলে।“খতিয়ান” প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে CS, RS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের তথ্য প্রস্তত করা হয়েছে তাকে “খতিয়ান” বলে। যেমন CS খতিয়ান, RS খতিয়ান #খারিজ #নামজারি #Mutation #PKhanTechInfo #Tutorial For Business Inquiry: www.polash.khan.com@gmail.com Our Facebook Page: www.facebook.com/MayerDwaCtcIT For More Technology Information: Please Visit Our Website: https://mayerdwactcit.blogspot.com/

No comments:

Post a Comment

Thnaks For Comment